টিপাইমুখ বাঁধ ও বাংলাদেশ প্রেক্ষাপট

জাহিদুল ইসলাম

টিপাইমুখ বাঁধ নিয়ে সচলায়তনে লেখালেখির সংকলন হিসেবে প্রকাশায়তনের প্রথম প্রকাশনা হিসেবে ২০১১ সালে অবমুক্তি হয় ইবুকটি। এই প্রকল্পের সম্পাদনা পরিষদে ছিলেন সচল স্বাধীন, হিমু, ষষ্ঠ পান্ডব এবং ইশতিয়াক রউফ। মূল সিরিজের লেখাগুলিকে আরো চমৎকার ভাবে পাঠকের কাছে পৌঁছে দেবার জন্য সিরিজের লেখাগুলিকে পূনর্বিন্যস্ত করে ইবুক রূপদানের জন্য এই সম্পাদনা পরিষদ অক্লান্ত পরিশ্রম করেছেন। সিরিজ চলাকালীন সময়ে পাঠকদের প্রতিক্রিয়া বা মন্তব্যও বইটির পরিমার্জনে বিশেষ ভূমিকা রেখেছে। ২০০৯ এর আগষ্টে বইটির খসড়া প্রথম সংস্করণ ঠিক করা হয়। এর পর বইটি রিভিউ করার দ্বায়িত্ব দেয়া হয় সম্পাদনা পরিষদের বাইরে সচল শোহেইল মতাহির চৌধুরী এবং আমার বন্ধুবর মির্জা মোঃ মোজাদ্দিদ বিল্লাহকে। তাদের পরামর্শ বিবেচনায় রেখে বইটির চূড়ান্ত প্রথম সংস্করণ বের হয় ২০০৯ এর অক্টোবরে। বইটির মুখবন্ধ লেখেন অগ্রজপ্রতীম জাহাংগীর মোহাম্মদ আরিফ, জুবায়ের লোদী'র তোলা আলোকচিত্রটি দিয়ে বইটির প্রচ্ছদ করেন মাহবুব আজাদ।


ভূমিকা পড়তে ক্লিক করুনঃ